HSC ICT Note Chapter-3 (ক নম্বর প্রশ্ন -জ্ঞানমূলক) - By Flparvez

HSC ICT Note Chapter-3 (ক নম্বর প্রশ্ন -জ্ঞানমূলক) - By Flparvez


মৌলিক গেইট কাকে বলে?

যে সকল গেইট অন্য গেইট এর সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে


প্রশ্ন-১. অঙ্ক কী?  

উত্তর: সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অঙ্ক।  


প্রশ্ন-২. সংখ্যা পদ্ধতি কাকে বলে? 

উত্তর: যে পদ্ধতির মাধ্যমে সংখ্যা প্রকাশ এবং গণনা করা হয়ে থাকে তাকে সংখ্যা পদ্ধতি বলে। 


প্রশ্ন-৩.   ১ বাইট সমান কত? 

উত্তর: ১ বাইট সমান ৮ বিট। 


প্রশ্ন-৪. সংখ্যা পদ্ধতির বেজ কী? 

উত্তর: কোনাে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ঐ সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মােট সংখ্যা। 


প্রশ্ন-৫. ডেসিম্যাল পয়েন্ট বা দশমিক বিন্দু কী? 

উত্তর: দশমিক সংখ্যা পদ্ধতিতে র‍্যাডিক্স পয়েন্টকে বলা হয় ডেসিম্যাল পয়েন্ট বা দশমিক বিন্দু। 


প্রশ্ন-৬. র‍্যাডিক্স পয়েন্ট (Radix Point) কী? 

উত্তর: যে পয়েন্ট দিয়ে কোনাে সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশ এই দুভাগে বিভক্ত করা হয় তাকে র‍্যাডিক্স পয়েন্ট (Radix Point) বলা হয়।


প্রশ্ন-৭.   ২-এর পরিপূরক গঠন কাকে বলে?

উত্তর: কোনাে বাইনারি সংখ্যাকে ১ এর পরিপূরক বা উল্টিয়ে লিখে তার সাথে ১ যােগ করে যে বাইনারি সংখ্যা গঠন করা হয় তাকে ২- এর  পরিপূরক বলে। 


প্রশ্ন-৮. ASCII-এর পূর্ণরূপ কী?

উত্তর: অ্যাসকি কোডের পুরাে নাম হলাে American Standard Code for Information Interchange. 


প্রশ্ন-৯. কোড কাকে বলে? 

উত্তর: অঙ্ক, অক্ষর এবং অন্যান্য চিহ্ন কম্পিউটারে প্রকাশের জন্য ব্যবহৃত বিটের বিন্যাসকে কোড বা তথ্য সংকেত বলে। 


প্রশ্ন-১০. BCD কোড কী?

উত্তর: BCD এর পূর্ণরূপ হলাে Binary Coded Decimal. দশমিক সংখ্যার প্রতিটি অংককে অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত দশটি অংকের প্রতিটিকে উহার সমতুল্য ৪ (চার) বিট বাইনারি ডিজিট দ্বারা প্রতিস্থাপন করাকে BCD কোড বলে।।


প্রশ্ন-১১. বুলিয়ান গুণ প্রকাশ করা হয় কী দ্বারা? 

উত্তর: বুলিয়ান গুণ প্রকাশ করা হয় ডট (.) দ্বারা। 


প্রশ্ন-১২. যুক্তিমূলক অপারেশন কয়টি? 

উত্তর: যুক্তিমূলক অপারেশন ৩টি। 


প্রশ্ন-১৩. বুলিয়-বীজগণিতের ওপর দুটি প্রয়ােজনীয় সূত্র দেন কে? 

উত্তর: ডি-মরগ্যান। 


প্রশ্ন-১৪. মৌলিক গেইটগুলাে কী কী? 

উত্তর: মৌলিক গেইটগুলাে হলাে -১. OR Gate, 2. AND Gate. 3. NOT Gate. 


প্রশ্ন-১৫. Universal Gate কী কী? 

উত্তর: ন্যান্ড গেইট ও নর গেইটকে Universal Gate বলে। 



প্রশ্ন-১৬. এনকোডার কী? 

উত্তর: যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বােধগম্য ভাষাকে কম্পিউটারের বােধগম্য ভাষায় রূপান্তরিত করা হয় অর্থাৎ আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় পরিণত করা হয় তাকে এনকোডার বলে।


প্রশ্ন-১৭. অ্যাডার কী? 

উত্তর: যে সমবায় সার্কিট বা বর্তনী দ্বারা যােগ করা যায় তাকে অ্যাডার বলে। 


প্রশ্ন-১৮. হাফ-অ্যাডার কাকে বলে? 

উত্তর: দুই বিট যােগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে হাফ-অ্যাডার বলে।


প্রশ্ন-১৯. কতগুলাে হাফ-অ্যাডারের সাহায্যে ফুল-অ্যাডার গঠিত হয়? 

উত্তর: দুটি হাফ-অ্যাডারের সমন্বয়ে ফুল-অ্যাডার গঠিত হয়। 


প্রশ্ন-২০. রেজিস্টারের সংজ্ঞা দাও। 

উত্তর: রেজিস্টার হলাে এক ধরনের ডিজিটাল বর্তনী যা কতকগুলাে ফ্লিপফ্লপের সমন্বয়ে তৈরি করা হয়। 


প্রশ্ন-২১. রেজিস্টার কী ধরনের ডিভাইস? 

উত্তর: রেজিস্টার এক প্রকার মেমােরি ডিভাইস। 


প্রশ্ন-২২. কাউন্টার কী? 

উত্তর: যে সিকুয়েন্সিয়াল ডিজিটাল সার্কিটের সাহায্যে তাতে প্রদান ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে তাকে কাউন্টার বলে। 


প্রশ্ন-২৩.ডেসিমেল সংখ্যা পদ্ধতি কী? 

উত্তর: যে সংখ্যা পদ্ধতি 0, 1, 2, 3, 4; 5, 6, 7, 8, 9 পর্যন্ত মােট 10 টি অঙ্ক নিয়ে গঠিত তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। 


প্রশ্ন-২৪. অক্টাল সংখ্যা পদ্ধতি কী? 

উত্তর: যে সংখ্যা পদ্ধতিতে সর্বমােট ৮টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। 


প্রশ্ন-২৫. সর্বজনীন লজিক গেইট কাকে বলে? 

উত্তর: যে সকল গেইট দ্বারা মৌলিক গেইট সহ অন্যান্য গেইটগুলাে বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন লজিক গেইট বলে। 


প্রশ্ন-২৬. ডিজিট (অঙ্ক) বলতে কী বোঝ? 

উত্তর: কোনো সংখ্যা পদ্ধিতে লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অংক বলে। 


প্রশ্ন-২৭. ডিকোডার কী? 

উত্তর: যে ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বােধগম্য ভাষায় রূপান্তরিত করা হয় তাকে ডিকোডার বলে। 


প্রশ্ন-২৮. মেশিন ভাষা কী? 

উত্তর: কম্পিউটারে প্রক্রিয়াকরণের জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে মেশিন ভাষা বলে। 


প্রশ্ন-২৯. হাফ-অ্যাডার কী? 

উত্তর: যে সমবায় বর্তনী দুইটি বিট যােগ করার জন্য ব্যবহৃত হয় তাকে হাফ-অ্যাডার বলে। 


প্রশ্ন-৩০. কাউন্টার কী? 

উত্তর: যে ডিজিটাল সার্কিট, এতে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে তাকে কাউন্টার বলে।

Post a Comment

Previous Post Next Post